ভোলায় জুয়ারি গ্রুপের ৯ সদস্য গ্রেফতার

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় জুয়ারি গ্রুপের ৯ সদস্য গ্রেফতার
রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।  

ভোলা  সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের শীর্ষ জুয়ারি গ্রুপের ৯ জনকে গ্রেফতার করেছে ভোলা গোয়েন্দা পুলিশ ডিবি।

ভোলায় জুয়ারি  গ্রুপের ৯ সদস্য  গ্রেফতারশনিবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের মালের হাট বাজারের আলাউদ্দিন মোড়াদারের ডেকোরেশন দোকানের মধ্যে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ৯ জুয়ারি হলেন- দক্ষিণ চরপাতা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মো. আলাউদ্দিন মোড়াদার (৩৮), সবুজ বেপারির ছেলে মো. পারভেজ হোসেন (২৩), মৃত চান মিয়ার ছেলে মো. জসিম তালুকদার (৩৫), মৃত আবুল কাশেমের ছেলে মো. মাহবুব (১৯), মৃত শাহে আলম তালুকদারের ছেলে মো. বাবুল তালুকদার (৫৫), আবুল খায়ের মিয়ার ছেলে মো. নেছার উদ্দিন (৩২), মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে মো. খোকন (৪০), মৃত মোস্তফা বকশির ছেলে মো. জাহাঙ্গীর বকশি (৪৮), মৃত ধলু খলিফার ছেলে মো. কাজল ইসলাম (৪২)।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মো. আসাদুজ্জামান খান এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের বলেন, গ্রেফতার হওয়া সকলে পশ্চিম ইলিশা ইউনিয়নের শীর্ষ জুয়ারি। এঁরা প্রতিদিন জুয়ার আসর বসায়। এদের কারণে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা নষ্ট হয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়৷ জুয়া খেলার এক সেট তাস ও নগদ ১ হাজার ৮’শ ৯০ টাকা জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আলাউদ্দিন মোড়াদার এই জুয়ার আসর বসায়। সে এই গ্রুপের শেল্টারদাতা। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হওয়ার পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪:৩৪:১৬   ১০৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি

আর্কাইভ