ভোলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন
রবিবার, ৭ জানুয়ারী ২০২৪



খলিল উদ্দিন ফরিদ।। ভোলাবাণী।।

ভোলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

ভোট প্রদানের পর সাংবাদিকদের সাথে কথা বলছেন ভোলা ১ আসনের নৌকার মাঝি জনাব তোফায়েল আহমেদসুর্য উঠার আগ থেকেই ভোটারদের ছিলো দীর্ঘ লাইন। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।

ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল )কেন্দ্রে  ভোট দিয়েছেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা ১আসনের নৌকা প্রার্থী তোফায়েল আহমেদ ও ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুল কাদের মজনু মোল্লা।

ভোলায় উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট গ্রহন শেষ হয়েছে। শীত কুয়াশা উপেক্ষা করে সকাল থেকে দেখা যায় নারী পুরুষ ও তরুন ভোটারদের দীর্ঘ লাইন।

সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে এক টানা বিকাল ৪টা পর্যন্ত চলছে।

জেলা রিটার্নিং অফিসার আরিফুজ্জামান জানান, সকাল আটটা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছিলো। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত ছিলো।

ভোট বর্জন করেছেন ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমুদ্দিন) স্বতন্ত্র প্রার্থী মেজর (অবঃ) মো. জসিম উদ্দিন। 

উল্লেখ্য, ভোলার চারটি সংসদীয় আসনে ৬ স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ভোট প্রদান করছেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুল কাদের মজনু মোল্লা।এরই মধ্যে ২৬ জন ম্যাজিষ্ট্রেট নির্বাচনী এলাকায় টহল দিতে দেখা যায়। এছাড়াও পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, নৌ-বাহিনী ও আনসার সদস্যরা চারটি আসনেই টহল দিয়েছেন।

ভোলার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৫৩ হাজার ৭৫২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৭৬ হাজার ১৮ জন এবং নারী ভোটার সংখ্যা ৭ লাখ ৪৬ হাজার ১২০ জন।

ভোলা সদর আসনে মোট ভোটার ৩ লাখ ৭৪ হাজার ৭১৪ জন, ভোলা-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৪৪০ জন, ভোলা-৩ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৮১৭ জন এবং ভোলা-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৩ হাজার ৬৮১ জন।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৪৫   ১১৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি

আর্কাইভ