স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার ভোলা জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীরের নেতৃত্বে ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার, মহাজনপট্টিসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরন করেন তারা।

লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা নির্বাচনকে অবৈধ দাবি করে তা বর্জন করতে জনসাধারণের প্রতি আহবান জানান।লিফলেট বিতরনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি যুগ্ম-আহবায়ক মোঃ হেলাল উদ্দিন, সদস্য সচিব রাইসুল আলমসহ জেলা বিএনপির নেতৃবৃন্দরা।
এসময় জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, আগামী ৭ জানুয়ারি সরকার একতরফা ডামি নির্বাচনের আয়োজন করেছে। এই নির্বাচনের ফলাফল ইতিমধ্যে গণভবনে বসে নির্ধারন করা হয়ে গেছে। আমরা সুষ্ঠ অবাধ নির্বাচনের জন্য বিএনপি আন্দলন করে যাচ্ছে।
গত পনের বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচন বাতিলের জন্য বিএনপি হরতাল-অবরোধ কর্মসূচি পালন করেছে। কিন্তু সরকার নাশকতা তৈরি করে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে। তাই বিএনপি লিফলেট বিতরণের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়েছে।
জনগণের মধ্যে নির্বাচন বর্জনের ব্যাপক সাড়া পড়েছে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২:৪৬:০৪ ১৭৩ বার পঠিত | বিএনপিবিতরণভোলালিফলেট