প্রধানমন্ত্রী সততাও নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনা করছেন: তোফায়েল আহমেদ

প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রধানমন্ত্রী সততাও নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনা করছেন: তোফায়েল আহমেদ
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩



আদিল হোসেন তপু ॥ভোলাবাণী।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদেরকে ভোট কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য ও ভোলা-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদ।

ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পথসভায়  বক্তব্যে রাখছেন তোফায়েল আহমদ

বুধবার (২০ ডিসেম্বর)বিকেলে ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসন্ন নির্বাচন উপলক্ষে এক পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এসময় তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা। আর সেই পতাকা নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি দেশ পরিচালনা করছেন। বাংলাদশকে তিনি আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল দেশে রুপান্তরিত করেছেন।

তোফায়েল আহমেদ বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার আমলে বাংলাদশের ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের ক্ষমতার আমলে ভোলাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষাসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি আবারও নৌকা মার্কায় ভোট দেওয়া আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কমিটির সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইউনুছ, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী মিঠু, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান সহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ৮:৩০:৪৫   ১৩৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি

আর্কাইভ