মনপুরায় অবৈধ জাল পুড়িয়ে জেলেদের মাঝে বৈধ জাল বিতরন

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় অবৈধ জাল পুড়িয়ে জেলেদের মাঝে বৈধ জাল বিতরন
সোমবার, ২০ নভেম্বর ২০২৩



মোঃ ছালাহউদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি ॥

মনপুরা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)এর বাস্তবায়নে উপজেলা ফিশারিজ কো-ম্যানেজমেন্ট কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মনপুরা ত্রৈমাসিক সভায় বৈধ জাল বিতরন ও অবৈধ জাল ফুঁড়ানো কিছু খন্ড চিত্র।

সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কার্যালয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জহিরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জহিরুল ইসলাম, হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন।

মনপুরা ত্রৈমাসিক সভায় বৈধ জাল বিতরন ও অবৈধ জাল ফুঁড়ানো কিছু খন্ড চিত্র।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ক্লাস্টার অফিসার এম.এ সায়েম।
ত্রৈমাসিক সভা শেষে উপজেলা পরিষদ কার্যালয়ের সমানে মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি)কম্পোনেন্ট -৩ এর আওতায় পূর্ব চরযতিন ও দক্ষিন চরগোয়ালিয়া মৎস্যজীবী গ্রাম সমিতির (মডেল গ্রাম) এর ৩৪ জন সদস্যদের(জেলেদের) মাঝে অবৈধ জালের বিনিময়ে ৭ লক্ষ টাকার জাল,প্লুট,বট,ইটসহ বৈধ জাল বিতরন করা হয়েছে। বৈধ জাল বিতরনের পর ৯০ কেজি অবৈধ জাল আগুন দিয়ে জনসম্মুখে ফুঁড়ানো হয়েছে। বৈধ জাল বিতরন, ত্রৈমাসিক সভায় ও অবৈধ জাল ফুঁড়ানোর সময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার আহসান তাওহীদ,সমবায় অফিসার মোঃ নাছির উদ্দিন, প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা মোঃ ছালাহউদ্দিন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)ক্লাস্টার অফিসার সিএফ কালার্বাদ মন্ডল,জাকির হোসেন,আরাফাত হোসেন ও ডিইও আখতারুজ্জামানসহ কোষ্টগার্ড সদস্যবৃন্দ,সরকারী দাপ্তরিক প্রধানগন, এনজিও প্রতিনিধি,স্থানীয় জন প্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:২৯   ১৮১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি

আর্কাইভ