স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।
ভোলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেনকে মিছিল থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরে কালীখোলা নামক জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেনের নেতৃত্বে কালীখোলা নামক জায়গায় রাত ৮ টার দিকে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী একটি মিছিল বের করেন। পুলিশ সেই মিছিল থেকে কবির হোসেনকে গ্রেফতার করে।
এদিকে, একই সময় শহরের ইলিশা বাসস্ট্যান্ড এলাকা থেকে জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম এর নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়ে বাপ্তার মাহাজনের পোল সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশে সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে এ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১২:২১:১৬ ১৫২ বার পঠিত | গ্রেফতারবিএনপিভোলা