শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

চরফ্যাসনে নিষেধাজ্ঞা অমান্য করে রাতে হাক-ডাকে মাছ বিক্রি

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাসনে নিষেধাজ্ঞা অমান্য করে রাতে হাক-ডাকে মাছ বিক্রি
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩



---
চরফ্যাসন অফিস,ভোলা বাণী
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা, পরিবরন ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকলেও ভোলার চরফ্যাশনে গভীর রাতে উম্মুক্ত ডাকে মাছ বিক্রি করেছে জেলেরা। বৃহস্পতিবার  দিবাগত রাত একটা থেকে তিনটা পর্যন্ত শশীভূষণ থানার চর কলমী ইউনিয়নের বকসী মাছ ঘাটে উম্মুক্ত মাছ বিক্রির উৎসব দেখাগেছে। স্থানীরা বিষয়টি মৎস্য কর্মকর্তাকে জানালেও মাছ বিক্রি চলাকালিন প্রশাসনের কোন কর্মকর্তাকে সেখানে দেখা যায়নি।
খবর পেয়ে সরেজমিনে বকসী মৎস্য ঘাটে গিয়ে দেখা গেছে, সমুদ্রে মাছ শিকার করা এফ ভি নাজমা নামের মাছ ধরা ট্রলারটি বকশী ঘাটে ভীড়ার  সাথে সাথে জেলে এবং ট্রলার মালিকরা একযোগে নামাতে শুরু করে ইলিশ মাছ। এর পর চলে ডাকে মাছ বিক্রি।
মাছ বিক্রি শেষে  ঘাটে গিয়ে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার এবং বিক্রির দায়ে এফ ভি নাজমা নামক ঐ ট্রলার মালিকের পনের হাজার টাকা জরিমানা করে উপজেলা মৎস্য প্রশাসন।
মৎস্য অফিস সুত্রে জানা গেছে, স্থানীয় লোকজন এবং সাংবাদিকদের মাধ্যমে অবগত হয়ে রাত সাড়ে তিনটায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্ত মারুফ হোসেন মিনার , মেরিন ফিশারিজ অফিসার সাইদুর রহমানসহ মৎস্য বিভাগের লোকজন বকশী মাছঘাটে গিয়ে ট্রলারের এক শত বিশ কেজি মাছ, লাইসেন্স বই ও সিও আই সনদ জব্দ করে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান জব্দ ১২০ কেজি মাছের মধ্যে ৬৫ কেজি পচে যাওয়ায় কেরোসিন দিয়ে নষ্ট করা হয়। বাকি ৫৫ কেজি মাছ স্থানীয় দুটি এতিম খানায় বিতরণ করা হয়েছে। আইন অমান্য করে মাছ ধরা এবং বিক্রির দায়ে ট্রলার মালিকের জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৫৪:১৯   ১০২ বার পঠিত  |