বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

ভোলায় কোস্টগার্ডের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় কোস্টগার্ডের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩



 স্টাফ রিপোর্টার।।প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূলীয় চরাঞ্চলের কর্মহীন ও দুস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা অপ্রতুল। সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবায় সবসময় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্টগার্ড।

ভোলায় কোস্টগার্ডের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ

এরই ধারাবাহিকতায় বুধবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন এর আয়োজনে ভোলা সদরের ১০নং ভেলুমিয়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের মধ্য চন্দ্রপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করে।বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন, কোস্টগার্ড দক্ষিণ জোনের সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ইয়াসমিন আক্তার, এএমসি, গাইনোকলজিস্ট এবং চিকিৎসা বিশেষজ্ঞ সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মোঃ জাহিদুল ইসলাম, এএমসি।

এছাড়াও উপকূলীয় এলাকার জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্টাফ অফিসার (অপারেশান্স) লেফটেন্যান্ট এম হাসান মেহেদী নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ক, অবৈধভাবে মৎস্য সম্পদ আহরণ রোধ, মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান ও মানবপাচার রোধে জনসচেতনতা মূলক আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ৯:১০:১৭   ৯৪ বার পঠিত  |