রবিবার, ৩০ জুলাই ২০২৩

পাকিস্তানে ইসলামি দলের সম্মেলনে বোমা বিস্ফোরণ, নিহত ৩৫

প্রথম পাতা » এশিয়া » পাকিস্তানে ইসলামি দলের সম্মেলনে বোমা বিস্ফোরণ, নিহত ৩৫
রবিবার, ৩০ জুলাই ২০২৩



ভোলাবাণী আন্তর্জাতিক ডেক্স।। পাকিস্তানে জমিয়তে উলামা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) নামের একটি ইসলামি দলের সম্মেলনে বোমা বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন।

বিস্ফোরণের পর আতঙ্কিত মানুষ। ছবি: সংগৃহীত

রোববার (৩০ জুলাই) আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার বাজুয়া জেলায় সম্মেলন চলাকালে এ বিস্ফোরণ ঘটে। খবর বিবিসি।সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পর এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধারে অভিযান চলছে।

স্থানীয় টেলিভিশন সংবাদমাধ্যমে জানা গেছে, বিস্ফোরণস্থলে একের পর এক অ্যাম্বুলেন্স আসছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণে হতাহতদের জন্য জেলা হাসপাতালে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে মাওলানা জিয়াউল্লাহ নামে দলটির এক আঞ্চলিক নেতা নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১:২৮:৩৪   ১২৩ বার পঠিত  |