বুধবার, ৫ জুলাই ২০২৩

ভোলায় অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রির দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রির দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
বুধবার, ৫ জুলাই ২০২৩



স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।জেলা সদর  উপজেলা অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভোলায় অতিরিক্ত দামে কাঁচা মরিচ বিক্রির দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতমঙ্গলবার বেলা ১১টার দিকে ঘুইংঘার হাট ও বাংলাবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদন্ড প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখার সহকারী কমিশনার মুহাম্মদ আরাফাত হুসাইন।

মুহাম্মদ আরাফাত হুসাইন জানান, অধিক দামে কাঁচা মরিচ বিক্রির দায়ে বাংলাবাজার এলাকার ব্যবসায়ী লিটন শাহা (৪৮) ও মনছুর আলম (৩৫) কে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় বাড়তি দাম না রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

তিনি আরো জানান, আজকে খুচরা পর্যায়ে কাঁচা মরিচের দাম কেজি প্রতি ২২০-২৪০ টাকা নির্ধারণ করা হয়। জেলা প্রশাসনের উদ্যেগে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ৮:৩৮:১৭   ১৯২ বার পঠিত  |