মেক্সিকোতে তীব্র গরমে ১১২ জনের মৃত্যু

প্রথম পাতা » দক্ষিণ আমেরিকা » মেক্সিকোতে তীব্র গরমে ১১২ জনের মৃত্যু
শুক্রবার, ৩০ জুন ২০২৩



ভোলাবাণী আন্তর্জাতিক ডেক্স।।

বৈশ্বিক উষ্ণায়নের কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তীব্র গরমে পৃথিবীর অনেক শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেখা দিয়েছে দাবানলও। চলতি বছরের মার্চ থেকে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতেও প্রাকৃতিক চরম তাপমাত্রার কারণে কমপক্ষে ১১২ জন মারা গেছেন। দেশটির স্বাস্থ্য সচিবালয় এমনটাই জানিয়েছে।

মার্চ থেকে মেক্সিকোতে অন্তত ১ হাজার ৫৫৯ জন তাপমাত্রাজনিত সমস্যার কারণে চিকিৎসা নিয়েছেন। ছবি : সংগৃহীত

মেক্সিকোর নুয়েভো লিওন রাজ্যে সবচেয়ে বেশি ৬৪ জন মারা গেছেন। এ ছাড়া তামাউলিপাস, ভেরাক্রুজ, তাবাসকো, ওক্সাকা, কোয়ান্টানা রো ও সোনারা রাজ্যেও মৃত্যুর ঘটনা ঘটেছে।সচিবালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে অন্তত ১ হাজার ৫৫৯ জন তাপমাত্রাজনিত সমস্যার কারণে চিকিৎসা নিয়েছেন।

এদিকে গত ১০ দিন ধরে মেক্সিকো রেকর্ড-ব্রেকিং তাপমাত্রা দেখেছে, কিছু জায়গায় মাসিক -এমনকি সর্বকালের তাপমাত্রার রেকর্ডও ভেঙে গেছে। কিছু কিছু স্থানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গেছে।

তামাউলিপাসের স্বাস্থ্য সচিব মঙ্গলবার এক টুইটবার্তায় বলেছেন, রাজ্য জুড়ে উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকবে, মানুষকে দীর্ঘসময় সূর্যের সংস্পর্শ এড়াতে এবং শীতল, ভাল বায়ু চলাচল এলাকায় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

সূত্র : সিএনএন

বাংলাদেশ সময়: ১১:১১:২১   ১০৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আমেরিকা’র আরও খবর


ইসলামকে ‘মহান ধর্মের’ স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
মেক্সিকোতে তীব্র গরমে ১১২ জনের মৃত্যু

আর্কাইভ