আদিল হোসেন তপু ॥ভোলাবাণী।।
সবাই মিলে করি পণ বন্ধ হবে প্লাস্টিক দূষণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সোমবার (৫ জুন) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা প্রশাসক কার্যালয় শেষ হয়। পরে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মো. তোতা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা।
এসময় বক্তারা বলেন, আমাদের পরিবেশ আমাদেরকেই পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে করে আমরা আগামী প্রজন্মকে সুন্দর পরিবেশ উপহার দিতে পারি। দেশের বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদেরকে অবশ্যই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বেশি বেশি করে গাছ লাগাতে হবে।
বাংলাদেশ সময়: ১৮:৪৪:০৯ ১০০ বার পঠিত |