ভোলাবাণী আন্তর্জাতিক ডেক্স।। বিশ্বের জনবহুল দেশের তালিকা থেকে চীনকে হটিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছে পার্শ্ববর্তী দেশ ভারত। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের সর্বশেষ তথ্য অনুসারে চীনের তুলনায় ২৯ লাখ মানুষ বেশি আছে ভারতে।
বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস।
ব

ধবার প্রকাশিত জাতিসংঘের সংস্থা ইউএনএফপিএর ‘দ্য স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট ২০২৩’, ‘৮ বিলিয়ন লাইভস, ইনফিনিট পসিবিলিটিস: দ্য কেস ফর রাইটস অ্যান্ড চয়েস’ শিরোনামে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে, বর্তমানে ভারতের জনসংখ্যা ১৪ হাজার ২৮৬ কোটি যেখানে চীনের জনসংখ্যা বর্তমানে ১৪ হাজার ২৫৭ কোটি।অর্থাৎ চীনের তুলনায় ২৯ লাখ মানুষ বেশি আছে ভারতে। প্রতিবেদনে সর্বশেষ পরিসংখ্যান ‘ডেমোগ্রাফিক ইন্ডিকেটর’ ক্যাটাগরিতে দেওয়া হয়েছে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতের জনসংখ্যার ২৫ শতাংশ ০-১৪ বছর বয়সী, ১৮ শতাংশ ১০-১৯ বছর বয়সী, ১০-২৪ বছর ২৬ শতাংশ, ৬৮ শতাংশ ১৫-৬৪ বছর বয়সী এবং ৭ শতাংশ ৬৫ বছরের বেশি বয়সের মধ্যে।
মূলত চীনে কয়েক দশক আগে এক-সন্তান নীতি বাস্তবায়নের ফলেই ধীরে ধীরে জনসংখ্যা কমতে শুরু করেছে বলা হয়েছে প্রতিবেদনে।
বাংলাদেশ সময়: ১৫:৪৮:২৭ ১৪৮ বার পঠিত | চিন ভারত