শনিবার, ২২ এপ্রিল ২০১৭

অল্পের জন্য বেঁচে গেলেন গ্রীন লাইন লঞ্চের দুই শতাধিক যাত্রী

প্রথম পাতা » প্রধান সংবাদ » অল্পের জন্য বেঁচে গেলেন গ্রীন লাইন লঞ্চের দুই শতাধিক যাত্রী
শনিবার, ২২ এপ্রিল ২০১৭



---

ভোলাবাণী: বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট সংলগ্ন এলাকায় বালুবাহী একটি ট্রলারের ধাক্কায় এমভি গ্রীন লাইন-২ লঞ্চের তলা ফেটে গেছে। লঞ্চটি তাৎক্ষণিকভাবে তীরের ধারে নেয়ায় দুই শতাধিক যাত্রী প্রাণে বেঁচে গেছেন।

---এ ঘটনায় কার্গোটি পানিতে ডুবে গেছে। একই সঙ্গে গ্রীন লাইন-২ লঞ্চের নিচের অংশও পানিতে তলিয়ে গেছে। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা গ্রীন লাইন-২ লঞ্চের যাত্রী আব্দুল্লাহ হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বেলা ৩টায় গ্রীন লাইন-২ লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে তালতলী এলাকায় বালুবাহী একটি কার্গো লঞ্চটি ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

লঞ্চটির তলা ফেটে ভেতরে পানি প্রবেশ করায় দ্রুতই সেটি ডুবে যাচ্ছে বলে জানিয়েছেন বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮:০০:৫০   ৫১৪ বার পঠিত  |