শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২

চরফ্যাশনে নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি
শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২



---মিজান নয়ন,চরফ্যাশন অফিস॥
চরফ্যাশনের নীলকমল, আমিনাবাদ ও জিন্নাগড় ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ,সুষ্ঠ এবং নিরপেক্ষ হবে বলে প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন ভোলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন কুমার সাহা। গতকাল শনিবার উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রতিদ্বন্ধি প্রার্থীদের আচরণ বিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি ব্যাক্ত করে অবাধ সুষ্ঠ ওনিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তিনি প্রতিদ্বন্ধি প্রার্থীদের সর্বাত্বক সহযোগীতা কামনা করেছেন। চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মো. আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো.সফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, জেলা নির্বাচন অফিসার সৈয়দ শফিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল জহিরুল ইসলাম হাওলাদার, কোস্ট গার্ড অফিসার মাসুদুর রহমান মোড়ল, উপজেলা নির্বাচন অফিসার মো.রফিকুল ইসলাম, চরফ্যাশন থানার ওসি মোরাদ হোসেন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মিজানুর রহমান নয়নসহ তিন ইউনিয়নের প্রতিদ্বন্ধি চেয়ারম্যানবৃন্দ এবং একজন সংরক্ষিত এবং একজন সাধারণ সদস্য। তিন ইউনিয়নের প্রতিদ্বন্ধি একশত ত্রিশ জন প্রার্থী এসভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ’ আগামী ২৯ডিসেম্বর উল্লেখিত তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই নির্বাচনী প্রচারণা জমে উঠিছে। প্রার্থীদের প্রতীক আর ছবি সম্বলিত পোস্টারে ছেয়ে গেছে এসব ইউনিয়নের রাস্তা ঘাট।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:২০   ৮০ বার পঠিত  |