রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

কাতার বিশ্বকাপ নতুন বলে খেলবেন মেসি-এমবাপ্পেরা

প্রথম পাতা » খেলাধূলা » কাতার বিশ্বকাপ নতুন বলে খেলবেন মেসি-এমবাপ্পেরা
রবিবার, ১১ ডিসেম্বর ২০২২



ভোলাবাণী ক্রীড়া ডেস্ক।।   বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) আগেই জানিয়ে দিয়েছিল, দুই ধরনের বলে খেলা হবে এবারের কাতার বিশ্বকাপ। এত দিন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলা হয়েছে ‘আল রিহলা’ বলে। আজ সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচের বলের নাম জানিয়ে দিয়েছে ফিফা।

সেমিফাইনাল ও ফাইনালে খেলা হবে আল হিলম বলে। ছবি: সংগৃহীত

ফিফার এবারের বলটির নাম ‘আল হিল্‌ম’। আল হিল্‌ম অর্থ স্বপ্ন। অর্থাৎ, বিশ্বকাপের শেষ দিকে এসে চার দল এখন স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন হওয়ার। আর সেই স্বপ্নটা পূরণ করতে আল হিল্‌ম বল দিয়ে সেমিফাইনাল খেলবেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা। ফাইনালও খেলা হবে এই বলে।
আল রিহলার মতোই আল হিল্‌মও প্রযুক্তিনির্ভর। সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তির ফিচার হিলমেও থাকছে। অফসাইড নির্ভুলভাবে ধরতেই এই প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এবারের বিশ্বকাপে তার সাফল্যও পাওয়া যাচ্ছে।

আল রিহলা অর্থ ‘সফর’। এবার সফর শেষে স্বপ্ন নিয়ে লড়বে চার দল। চার দল হচ্ছে: ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা, মরক্কো ও ফ্রান্স।

বাংলাদেশ সময়: ২১:৪১:০৬   ৭০ বার পঠিত  |