বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা ও চরফ্যাশন আসছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » চরফ্যাশন » সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা ও চরফ্যাশন আসছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২



মোঃ ছালাহউদ্দিন ।। ভোলাবাণী।। মনপুরা প্রতিনিধি।।ভোলার মনপুরা ও চরফ্যাসন উপজেলায় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান। তার সফর সঙ্গী হিসাবে মনপুরা আসছেন মনপুরা-চরফ্যাসন আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীশুক্রবার দুপুর ১১ টায় প্রথমে হেলিকপ্টারযোগে মনপুরা এসে দুর্গত এলাকা পরিদর্শন শেষে উপজেলার হাজিরহাট ইউনিয়নে ঘূর্ণীঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করবেন ত্রাণ প্রতিমন্ত্রী ও এমপি জ্যাকব। পরে চরফ্যাসন উপজেলার চর কুকরী মুকরী ও চরফ্যাসনের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ত্রাণ বিতরণ করার পর বিকালে ঢাকায় ফিরে যাবে।

এই বিষয়টি নিশ্চিত করেন মনপুরা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া।

ঘূর্ণীঝড় সিত্রাং এর আঘাতে লন্ডভন্ড হয়ে যায় বিচ্ছিন্ন মনপুরা ও চরফ্যাসন উপজেলা। এর আঘাতে মনপুরায় বেড়ীবাঁধ ভেঙ্গে ও বাঁধ উপচে ৫-৭ ফুট জোয়ারে প্লাবিত হয়। এছাড়াও ৩ হাজার ৩০৪ মিটার বাঁধ ক্ষতিগ্রস্থ হয়। এছাড়াও ৮শ বাড়িঘর বিধ্বস্ত সহ ৫ শতাধিক মাছের ঘের সহ দেড়শত হেক্টর ফসলের ক্ষতি হয়। এছাড়াও চরফ্যাসন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘূর্ণীঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্থ হয়।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ৭ টায় ত্রাণ প্রতিমন্ত্রী ও এমপি জ্যাকবকে বরণ করতে আলোচনা সভা ডেকেছে উপজেলা আওয়ামীলীগ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরীর কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২২:৫০:৫১   ১০০ বার পঠিত  |