মনপুরায় ১০ কেজি হরিণের মাংসসহ এক শিকারি আটক

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় ১০ কেজি হরিণের মাংসসহ এক শিকারি আটক
রবিবার, ২৩ অক্টোবর ২০২২



মোঃ সালাহউদ্দিন।। ভোলাবাণী।। মনপুরা প্রতিনিধি।। ভোলার মনপুরায় জবাইকৃত হরিণের ১০ কেজি মাংসসহ এক হরিণ শিকারিকে আটক করে বনবিভাগ।

মনপুরায় ১০ কেজি হরিণের মাংসসহ এক শিকারি আটকশনিবার সকাল ১০ টায় আটককৃত হরিণ শিকারির বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এর আগে শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বি”িছন্ন চরপিয়াল সংরক্ষিত বনাঞ্চল থেকে জবাইকৃত হরিণের ১০ কেজি মাংসসহ হরিণ শিকারিকে আটক করে পঁচা কোড়ালিয়া বিটের কর্মরত বনপ্রহরীরা। পরে শুক্রবার রাত ১১ টার হরিণের মাংসসহ শিকারিকে মনপুরা রেঞ্জ অফিসে নিয়ে আসে।

আটককৃত হরিণ শিকারি হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সুলতান মাঝির ছেলে মোঃ ছলেমান (২৫)।

পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিন জানান, শুক্রবার বিকেলে বনপ্রহরী শাহাদাত, রাকিব ও নাজমুল হোসেনকে নিয়ে বি”িছন্ন চরপিয়াল সংরক্ষিত বনাঞ্চলে টহল দিতে যান। একপর্যায়ে বনের ভিতরে দেখতে পান কয়েকজন শিকারি হরিণ জবাই করে নিজেদের মধ্যে মাংস ভাগবাটোয়ারা শেষ করে চলে যা”েছন।

এই সময় শিকারিদের ধাওয়া করে ছলেমান নামে এক শিকারিকে ১০ কেজি জবাইকৃত হরিণের মাংসসহ আটক করে শুক্রবার রাতে উপজেলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। তবে অপর শিকারিরা গহীন বনে পালিয়ে যাওয়ায় ধরতে পারেনি বনবিভাগ।

এই ব্যাপারে মনপুরা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মঈনুল ইসলাম জানান, আটককৃত হরিণ শিকারির বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:০৮   ৮৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের উপর হামলা আহত ৩, আটক-২
নদীভাঙ্গা ভিটেবাড়ি হারা উদ্বাস্তু মানুষের ভাগ্যটকুও তারা পরিবর্তন করতে পারেনি: মেজর হাফিজ
বোরহানউদ্দিনে বিজ্ঞান প্রযুক্তি ও তারুন্যের মেলা অনুষ্ঠিত
দেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ সংস্কার কমিশনের
ভোলায় তারুণ্যের উৎসবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
ভোলায় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ
তজুমদ্দিনে দখল হওয়া সরকারি খাসজমি উদ্ধারে তৎপরতা নেই প্রশাসনের ভূমি অফিসের সহায়তায় শ্রমিকলীগ নেতার আলিশান বাড়ি তৈরী খাসজমিতে
ইসলামী আন্দোলন বাংলদেশের আয়োজনে ভোলায় জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
চরফ্যাসনে ব্যবসায়ীদের দখলে মহাসড়ক

আর্কাইভ