ভোলায় স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন উদযাপিত।

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন উদযাপিত।
মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভোলা জেলা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র,বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রেী শেখ হাসিনার আদরের ছোট ভাই শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) জাতির জনকের এ কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ জন্মদিন উপলক্ষে ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কোরআন খতম, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ভোলায় স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন উদযাপিত।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা। ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেনের আয়োজনে দোয়া অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ ভোলা জেলা সহ-সভাপতি শামসুল আলম শিপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী পাপন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল ইসলাম জয়,খলিল উদ্দিন ফরিদ, সুমন, শাওন, রাজু, ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজিজ মেহেরাব মোল্লা, সহ-সভাপতি রাশেদুজ্জামান হ্যাভেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ শোয়েব, ভোলা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন কিরণ, ছাত্রলীগ নেতা শাওন, সোহাগ, সাহাদ সহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ভোলা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদকম মোঃ মনিরুজ্জামান মনির, ফারহান, নুহিন, জাহাঙ্গীর আলম সহ শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সদস্যবৃন্দ।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোঃ সাইফুল ইসলাম। দোয়া অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কাটা হয়।

উল্লেখ্য, ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের ‘বঙ্গবন্ধু ভবনে’ শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মম ভাবে তাকেও হত্যা করেছিল। তখন তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৪৮:৪৯   ৭৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি

আর্কাইভ