সোমবার, ১৬ মে ২০২২

ভোলা ২৫০ শয্যা হাসপাতালের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলা ২৫০ শয্যা হাসপাতালের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সোমবার, ১৬ মে ২০২২



আকতারুল ইসলাম আকাশ।। ভোলাবাণী ঃ

 

২৫০ শয্যা বিশিষ্ঠ   ভোলা সদর হাসপাতালের নির্মাণাধীন নতুন ভবনের ছাদ থেকে পা পিছলে পড়ে মো. রিপন (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

 

রিপন ভোলার দৌলতখান উপজেলা চরপাতা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের মো. দাইমউদ্দিন মিয়ার ছেলে।

 

 

ভোলা ২৫০ শয্যা  হাসপাতালের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যুসোমবার (১৬ মে) দুপুর বারোটার দিকে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এ ঘটনা ঘটে।

 

 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

ওসি জানান, নিহত রিপন ওই হাসপাতালের নির্মাণ শ্রমিক ছিলেন। আজ সোমবার সকালে হাসপাতালের ৯ম তলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন তিনি৷ কাজের একপর্যায়ে হঠাৎ করে অসাবধানতাবশত পা পিছলে ৯ম তলা থেকে নিচে পড়ে যায় রিপন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

 

তিনি আরও জানান, রিপনের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১৪:২০   ৮১ বার পঠিত  |