স্টাফ রিপোর্টার।। ভোলাবাণী
ভোলার বোরহানউদ্দিন উপজেলা সড়কের সাবেক চিত্রামনি হলের রুপচাদা সয়াবিন তেলের ডিলার মকসুদ চৌধুরীর তেলের গুদামে অভিযান চালায় মোবাইল কোর্ট ।
শনিবার রাত আনুমনিক ৮ টায় এ অভিযান চলে। তেল মজুদ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ১৭ শত ৭৬ লিটার মজুদ রাখা রুপচাদা সয়াবিন তেল প্রতি লিটার সরকারি রেট ১৬০ টাকা দরে বাজারে বিক্রি করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে ও অংশগ্রহণে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাইফুর রহমান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বোরহানউদ্দিন থানা পুলিশসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:০৫:১৩ ৩৯ বার পঠিত |