বুধবার, ৯ মার্চ ২০২২

চরফ্যাসনে নিষেধাজ্ঞা অমান্য করায় ১৩ জেলের অর্থদণ্ড

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাসনে নিষেধাজ্ঞা অমান্য করায় ১৩ জেলের অর্থদণ্ড
বুধবার, ৯ মার্চ ২০২২



নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা)।। ভোলার চরফ্যাসনে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করায় ১৩ জেলেকে আটক করে আর্থিক জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ মার্চ) রাত প্রায় ১টা ৩০ মিনিটে উপজেলা মৎস্য অফিসের বিশেষ টিম স্থানীয় থানা পুলিশের সহায়তায় উপজেলার সামরাজ এলাকায় অভিযান চালিয়ে মেঘনা নদীতে মৎস্য শিকার করা অবস্থায় তাদের আটক করা হয় বলে উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে। পরে বুধবার (৯মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) আবু আবদুল্লাহ খান আটক প্রত্যেক জেলেকে ৩ হাজার টাকা হিসেবে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করেন।
এসময়, মেরিন ফিসারিজ অফিসার সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, মাছ শিকারে নিষেধাজ্ঞা অমান্য কারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:১৬   ৮৪ বার পঠিত  |