সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

ইউক্রেন ছেড়ে পালিয়েছে ৫ লক্ষাধিক মানুষ: জাতিসংঘ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ইউক্রেন ছেড়ে পালিয়েছে ৫ লক্ষাধিক মানুষ: জাতিসংঘ
সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২



ভোলাবাণী আন্তর্জাতিক ডেক্সঃ রাশিয়ার হামলা এবং সামরিক অভিযানের মুখে ইউক্রেন থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে পাঁচ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে বলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

---

সোমবার এক টুইটে সংস্থাটি জানিয়েছে, পালিয়ে যাওয়া এসব মানুষদের প্রয়োজনমত সাহায্য-সহযোগিতা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষ এবং অংশীদারদের সঙ্গে মিলে কাজ করে যাচ্ছে ইউএনএইচসিআর।সিএনএন জানায়, এর আগে একটি টুইটে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, প্রতিবেশী দেশগুলোকে জরুরি ভিত্তিতে এই দায়িত্ব বাস্তবিকভাবে ভাগাভাগি করে নিতে হবে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলট সোমবার জানিয়েছেন এ পর্যন্ত ১০২ ইউক্রেনীয় নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ৩০৪ জন।

তিনি বলেন, বেশিরভাগ সাধারণ ইউক্রেনীয়ের মৃত্যু হয়েছে বিধ্বংসী অস্ত্র যার মধ্যে রয়েছে কামান থেকে নিক্ষেপিত গোলা, রকেট হামলা ও আকাশ পথে হামলার কারণে। বিস্তৃত এলকাজুড়ে হতাহতের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আমার আশঙ্কা প্রকৃত হতাহতের সংখ্যা আরো বেশি।

ইউক্রেন ছেড়ে পালিয়েছে ৫ লক্ষাধিক মানুষ: জাতিসংঘ

বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে জল, স্থল ও আকাশপথে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ সৈন্যরা। অভিযান শুরুর তৃতীয় দিন গতকাল ইউক্রেনের দক্ষিণের জাপোরিঝঝায় অঞ্চলের মেলিটপোল শহর দখল করে নেন রুশ সৈন্যরা। বাকি তিনটি শহর হলো নোভা কাখোভকা, খেরশন ও বারদিয়ানস্ক।রবিবার খারকিভে প্রবেশ করে রাশান সৈন্যরা। তারা সেখানকার গ্যাস সরবরাহ লাইনে বিস্ফোরণ ঘটায়। পরে রোববারই রাশিয়ার সেনাদের খারকিভ থেকে হটিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। স্থানীয় গভর্নর ওলেহ সিনেগুভ এক টেলিগ্রাম বার্তায় এ ঘোষণা দেন বলে রয়টার্স জানায়।

ওই বার্তায় বলা হয়, খারকিভের পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমাদের। সশস্ত্র বাহিনী, পুলিশ, প্রতিরক্ষা বাহিনী এখন কাজ করছে এবং হর পুরোপুরি শত্রুমুক্ত হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, সমঝোতায় পৌঁছাতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল বেলারুশ সীমান্তে বৈঠকে বসেছে।

বাংলাদেশ সময়: ২১:৩৭:৫৯   ৭৩ বার পঠিত  |