শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২

সাংবাদিক হাসান লিটনের উপর হামলার প্রতিবাদে শশীভূষনে মানববন্ধন

প্রথম পাতা » প্রধান সংবাদ » সাংবাদিক হাসান লিটনের উপর হামলার প্রতিবাদে শশীভূষনে মানববন্ধন
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২



 নিজস্ব প্রতিবেদক।। ভোলাবাণী।।  অনলাইন জার্নালিস্ট আ‍্যাসোসিয়েশণ (বি.ও.জে.এ)এর চরফ‍্যাসন উপজেলা কমিটির সদস্য দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি হাসান লিটনের উপড় সন্ত্রাসী হামলার প্রতিবাদে  শশীভূষণে  মানববন্ধন হয়েছে।

সাংবাদিক হাসান লিটনের  উপর হামলার প্রতিবাদে শশীভূষনে মানববন্ধনশুক্রবার সকাল ১০টায় শশীভূষন প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির  আয়োজনে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।শশীভূষন প্রেস ক্লাব সভাপতি প্রভাষক তাপস দেবনাথ,সহ-সভাপতি ছালাউদ্দিন বাচ্ছু, আরিফুর রহমান রাসেল সাধারণ সম্পাদক প্রভাষক এম.আর,রুবেল,  যুগ্ম সাধারন সম্পাদক ও  রিপোর্টার্স ইউনিটের সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মিজানুর রহমান সোহেল প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক বাছেদ মৃধা, প্রেস ক্লাব প্রচার সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক  সম্পাদক এইচ.এম.নোমান, রিপোর্টার্স ইউনিটির অর্থ বিষয়ক সম্পাদক  রুবেল আশরাফুল এতে অংশ নেন।

মানববন্ধনে অবিলম্বে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির  ব‍‍্যবস্থা না  করা হলে  কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে ঘোষনা দেয়া হয়।উল্লেখ অবৈধ করাতকলের সংবাদ প্রকাশের জেড় ধরে গত বুধবার দক্ষিণ আইচা বাজারে কিশোর গ‍্যাং এর মুল হোতা সন্ত্রাসী রায়হান মুন্না ও তার দলবল নিয়ে সংবাদকর্মী হাসান লিটনের উপর অতর্কিত হামলা চালায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চরফ‍্যাসন হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ সময়: ১৮:৪০:৩২   ৭৩ বার পঠিত  |