ভোলা জেলা ছাত্রদলে অশিক্ষিত ও প্রবাসিদের রাখার অভিযোগ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলা জেলা ছাত্রদলে অশিক্ষিত ও প্রবাসিদের রাখার অভিযোগ
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১




ভোলাবাণী ডেক্স রির্পোট ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূনাঙ্গ কমিটিতে অশিক্ষিত ও প্রবাসিদের রাখার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে জেলা ছাত্রদল নেতাকর্মিদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

ভোলা জেলা ছাত্রদলে অশিক্ষিত ও প্রবাসিদের রাখার অভিযোগ

সুত্রে জানা যায়, দেশ ব্যাপী ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষে সকল কমিটি পূনাঙ্গ করতে দলের হাই কমান্ড থেকে নির্দশনা দেন। সেই হিসেবে ভোলা জেলা ছাত্রদলের কমিটি পূনাঙ্গ করার সিদ্ধান্ত জেলা নেতৃবৃন্দ। পূনাঙ্গ কমিটিতে যাদের নাম শুনা যাচ্ছে তাদের কারো কারো শিক্ষাগত যোগ্যতা মেট্টিক পাশের নিচে। আবার কেউ কেউ রয়েছেন প্রবাসে। সহ-সভাপতি এমদাদ হোসেন, বাচ্চু দেওয়ান, মোরশেদ মিয়াজি, জাহিদুল ইসলাম টাপু ও মো: রিফাত এরা কেউ এসএসসি পাশ করেনি। অথচ ছাত্রদলের গঠনতন্ত্রে রয়েছে ছাত্রদলের জেলা কমিটিতে কমপক্ষে এসএসসি পাশের নিচে কেউ থাকতে পারবে না।

 

অপরদিকে প্রস্তাবিত কমিটিতে থাকা হাবিবুল বাশার সুমন থাকেন সৌদি আরবে। এরকম আরো অনেকে রয়েছেন যারা প্রবাসে ও এলাকার বাহিরে থাকেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রদলের এক নেতা বলেন, অর্থনৈতিক লেনদেনের কারণে ভোলা জেলা ছাত্রদলটি বিতর্কিত হয়ে পড়েছে। এসব থেকে বের হয়ে ত্যাগীদের দিয়ে কমিটি করলে ছাত্রদল তার হারানো অতীত ফিরে পাবে।

জানতে চাইলে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মো: নুরে আলম বলেন, যারা এধরেন অভিযোগ করেছে তারা আওয়ামীলীগের প্ররোচনায় এমন অভিযোগ করেছেন। তারা ছাত্রদলের লোক নয় আওয়ামীলীগের লোক।

বাংলাদেশ সময়: ২২:৫১:৫৯   ৫৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি

আর্কাইভ