রবিবার, ২২ আগস্ট ২০২১

দক্ষিণ আইচায় বিট পুলিশিংয়ের উঠান বৈঠক

প্রথম পাতা » দক্ষিণ আইচা » দক্ষিণ আইচায় বিট পুলিশিংয়ের উঠান বৈঠক
রবিবার, ২২ আগস্ট ২০২১



সেলিম রানা।।দক্ষিণ আইচা প্রতিনিধি।।
---বিট পুলিশিং দক্ষিণ আইচা থানার আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ রোধকল্পে চরমানিকা ইউনিয়ন ৫, ৬,৭,৮,৯ নং ওয়ার্ড নিয়ে গঠিত ১নং বিট পুলিশিং এর উদ্যোগে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে উঠান বৈঠক আয়োজন করা হয় ।

রবিবার (২২ আগস্ট ) বিকালে চরমানিকা ইউনিয়ন পরিষদ হলরুমে চরমানিকা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদারের সভাপতিত্বে ও এসআই অমিত হাসানের পরিচালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন ) মোঃ আবুল কালাম আজাদ এই সময় তিনি বলেন এই সমাজ থেকে অপরাধ দূর করতে হলে প্রথমে বাবা-মাকে সবচেয়ে বেশি সচেতন হতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দক্ষিণ আইচা থানার ওসি হারুন অর রশিদ প্রমুখ।

উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানা ওসি তদন্ত মিলন কুমার ঘোষ, চরমানিকা ইউনিয়নের আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মেম্বার, ইব্রাহিম স্বনকার মেম্বার, সাংগঠনিক জাহাঙ্গীর তালুকদার মেম্বার, দক্ষিণ আইচা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন, চরমানিকা ইউনিয়ন যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক হারুন মাস্টার, শ্রমিকলীগ সাধারণত সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক সেলিম রানা, মমিন,শামছুউদ্দিন খোকন, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:২৪:০২   ৮৪ বার পঠিত  |