ভোলায় “বলাকার” চাঁদপুর ইউনিয়ন এর পূর্ণাঙ্গ কমিটি গঠন।

প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » ভোলায় “বলাকার” চাঁদপুর ইউনিয়ন এর পূর্ণাঙ্গ কমিটি গঠন।
বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১



ভোলাবাণী ডেক্সঃ মানবতার সেবায় একধাপ এগিয়ে বলাকা! আমরা সেচ্ছায় রক্তদেই এই শ্লোগানে জাতীয় নিবন্ধিত অন্যতম সেচ্ছাসেবী সংগঠন বলাকা’ ভোলার তজুমুদ্দিন উপজেলার (চাঁদপুর ইউনিয়ন) এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে ভোলার তজুমুদ্দিন উপজেলা বলাকা।

ভোলায়  “বলাকার” চাঁদপুর  ইউনিয়ন এর পূর্ণাঙ্গ কমিটি গঠন।

মঙ্গলবার (১১আগস্ট ২০২১)ইং তারিখে সকাল ৯.৩০ নিনিটের সময় তজুমুদ্দিন উপজেলা বলাকার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত, তজুমুদ্দিন বলাকার সভাপতি মেহেদী হাসান তুহিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন লাভলু, স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামি (২)দুই বছরের জন্যে চাদপুর ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়া হয়।উক্ত নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. রায়হান, সহ সভাপতি মো. রাহাত পোদ্দার, সাধারণ সম্পাদক মো. ডালিম, যুগ্ন সাধারণ সম্পাদক মো. নাহিম, সাংগঠনিক সম্পাদক মো. মুরাদ, দপ্তর সম্পাদক শামিম, প্রচার সম্পাদক মো. সাগর, অর্থ বিষয়ক সম্পাদক মো. দিপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. সজীব এবং কার্য নির্বাহী সদস্য -১ মো. শান্ত পাটোয়ারী, কার্য নির্বাহী সদস্য -২ অনিক দে কে মনোনীত করে চুরান্ত অনুমোদন দেওয়া হয়। এদিকে নবগঠিত কমিটির সকল সেচ্ছাসেবী সদস্যদের ভোলা জেলা বলাকার সভাপতি মাহমুদুল হাসান ফাহাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম এক বার্তায় শুভেচ্ছা জানান।
পরে কেককাটা আলোচনা সভার মধ্যদিয়ে সাংগঠনিক দিক নির্দেশনা মুলক বক্তব্যে প্রধান করেন সংগঠনের নেতৃবৃনদরা । পরে নকনির্বাচিত কমিটির নাম ঘোষনা করে নবনির্বাচিত চাদপুর ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর হাতে অনুমোদিত কমিটি তুলে দেন তজুমুদ্দিন উপজেলা বলাকা সহযাত্রীরা।
এসময় তজুমুদ্দিন উপজেলা বলাকার মাইনুল রাকিব, সহ-সভাপতি /মহিবুল্লাহ ফিরোজ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক /কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন মমিন, কার্যনির্বাহী সদস্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন সেচ্ছাসেবী সংগঠনে বলাকার সেবার ধারাকে প্রসারিত করতে প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে কমিটি গঠনের ঘোষণা করা হয়। রক্তদাতা ও সদস্য সংখ্যা বাড়িয়ে সেচ্ছায় রক্তদানের সংকট মোকাবেলা করার কথা জামান তারা। পাশাপাশি নবগঠিত কমিটির সবাইকে আন্তরিক হয়ে সেচ্ছাসেবী হিসেবে সেবার মানষিকতা নিয়ে কাজ করার আহব্বান জানান বক্তারা।
এসময় উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহব্বায়ক মোঃ আলাউদ্দিন ,মোঃ ফরহাদ হোসেন ওআহ্বায়ক কমিটি সদস্যমোঃ সজিব,
মানবতার সেবা সংস্থা সভাপতি মোঃ নকিব।

বাংলাদেশ সময়: ২০:১৪:১৬   ১০৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সর্বশেষ সংবাদ’র আরও খবর


এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকার জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি

আর্কাইভ