রবিবার, ১ আগস্ট ২০২১

ভোলা থেকে অতিরিক্ত যাত্রী নিয়েই ছেড়েছে নৌযান

প্রথম পাতা » এক্সক্লুসিভ » ভোলা থেকে অতিরিক্ত যাত্রী নিয়েই ছেড়েছে নৌযান
রবিবার, ১ আগস্ট ২০২১



স্ট্যাফ রিপোটার।।ভোলাবাণী।।

শিল্প কারখানা খুলে দেয়ায় কর্মমুখী মানুষের যাতায়াতের জন্য গণপরিবহন ও নৌযান চলাচলের ঘোষণায় ভোলা থেকে  যাত্রী নিয়ে ছেড়েছে  বিভিন্ন নৌযান।

রোববার (১ আগস্ট) ভোর থেকে দ্বীপ জেলা ভোলার চার উপজেলার বিভিন্ন ঘাট থেকে  স্বাস্থ্যবিধি না মেনেই ছেড়ে যায় ১০টি যাত্রীবাহী লঞ্চ ।

যাত্রীরা  জানান, ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করি আমরা। আজ (রোববার) কর্মস্থলে যোগদানের কথা থাকলেও গতকাল ফেরিতে উঠতে পারিনি। এজন্য লঞ্চে রওনা হয়েছি। লঞ্চে উঠলেও বসার কোনো জায়গা পাইনি। তাই দাঁড়িয়েই যাচ্ছি। আরেক যাত্রি বলেন ‘আমরা স্বামী-স্ত্রী একসঙ্গে গার্মেন্টসে চাকরি করে সংসার চালাই। বিকেলের মধ্যে সেখানে যোগদান করতে হবে। এ জন্য এ লঞ্চের অতিরিক্ত যাত্রী হয়ে উঠেছি।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিএ) ভোলার সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বলেন, ভোর থেকে ১০টি লঞ্চ ছেড়ে গেছে। এর মধ্যে ভোলার খেয়াঘাট থেকে একটি, ইলিশা থেকে পাঁচটি, বোরহানউদ্দিন থেকে একটি, লালমোহনের নাজিরপুর ও চরফ্যাশনের ঘোষেরহাট থেকে তিনটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া ইলিশা থেকে তিনটি সি-ট্রাক ও একটি সি সার্ভিস ছেড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭:২১:১১   ৭৩ বার পঠিত  |