রবিবার, ২৫ জুলাই ২০২১

ভোলায় সরকারি বিধিনিষেধ না মানায় ৯৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় সরকারি বিধিনিষেধ না মানায় ৯৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত
রবিবার, ২৫ জুলাই ২০২১




স্ট্যাফ রিপোর্টার।।ভোলাবাণী।।কঠোর বিধি-নিষেধের তৃতীয় দিনে ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯৮ জনের ৮৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৩ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার ছয় উপজেলায় কঠোর বিধি-নিষেধ স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়েছে।

ভোলায় সরকারি বিধিনিষেধ না মানায় ৯৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

এর মধ্যে ভোলা সদরে ৩৭ জনকে ২১ হাজার ৯০০ টাকা, দৌলতখানে ২ জনকে ৮১৫ হাজার, লালমোহনে ১০ জনকে ৬ হাজার ৪০০ টাকা, চরফ্যাশনে ১৫ জনকে ২৯ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছয় উপজেলায় আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮৭ মামলায় ৯৮ জনের জরিমানা করা হয়। তিনি আরও জানান, ০১ জুলাই থেকে এ পর্যন্ত জেলায় ২৫১টি ভ্রাম্যমাণ আদালতে দুই হাজার ছয় জনকে জরিমানা এবং ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ সময় জরিমানা করা হয়েছে ১৬ লাখ ৯৩ হাজার ৩০০ টাকা। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২৭:২০   ৭৪ বার পঠিত  |