শনিবার, ৫ জুন ২০২১

ভোলার ইলিশায় সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলার ইলিশায় সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু
শনিবার, ৫ জুন ২০২১



 

স্ট্যাফ রির্পোটার।।ভোলাবাণী।

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশায় সেপটিক ট্যাংকে নেমে দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ৯টার দিকে জেলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডগী গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

---

নিহত দু’জন হলেন- মালেক (৫০) ও জসিম (৪০)। এদের মধ্যে মালেক ঘর মালিক এবং জসিম রাজমিস্ত্রি বলে জানা গেছে।

 

জসিমের বাড়ি স্থানীয় পাকার মাথা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সোনাডগী গ্রামের মালেকের শৌচাগারে নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কের সেন্টারিংয়ের কাজ করতে নামেন মিস্ত্রি জসিম।

 

কিন্তু দীর্ঘক্ষণ হয়ে গেলেও তিনি ফিরে না আসায় ট্যাঙ্কের ভেতরে নামেন ঘর মালিক আ. মালেক। তিনিও বাইরে বের হয়ে না আসায় অপর দুই মিস্ত্রি শাহবুদ্দিন ও কবির ভেতরে প্রবেশ করেন।

পরে কেউ-ই ফিরে না আসার একপর্যায়ে স্থানীয়রা টের পেয়ে ট্যাঙ্কের ভেতর থেকে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দু’জনকে মৃত ঘোষণা করেন।

 

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আরমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৪৯:০৭   ১৫৫ বার পঠিত  |