শুক্রবার, ২৮ মে ২০২১

চরফ্যাসনে নৌকা থেকে জবাইকৃত হরিণ উদ্ধার

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাসনে নৌকা থেকে জবাইকৃত হরিণ উদ্ধার
শুক্রবার, ২৮ মে ২০২১



 নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা):

ভোলার চরফ্যাসনে কোস্ট গার্ড অভিযান চালিয়ে  একটি জবাইকৃত বন্য হরিণ উদ্ধার করেছে।

---

জানা গেছে, উপজেলার দক্ষিণ আইচা থানাধীন নজরুল ইউনিয়নের নউল্লা সুলিজ সংলগ্ন জমিতে পরিত্যক্ত নৌকার মধ্যে থেকে জবাইকৃত হরিণটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে তীব্র জলোচ্ছ্বাস হওয়ায় গহীনবন থেকে হরিণটি লোকালয়ে ঢুকে পড়ায় দুর্বৃত্তরা হরিণটিকে আটক করে এবং পরে বেআইনিভাবে জবাই করে।

চরমানিকা কচ্চপিয়া কোস্ট গার্ড কমান্ডার জমির উদ্দিন জানান,

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(২৭মে) দিবাগত রাত প্রায় ১২টায় কোস্ট গার্ড এ অভিযান  চালায়, এসময় কাউকে আটক করা যায়নি।

পরে উদ্ধার কৃত হরিণটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:৩৪:৩৭   ৮৪ বার পঠিত  |