রবিবার, ৪ এপ্রিল ২০২১

চরফ্যাসন আহাম্মদপুরে আদালতের রায় উপেক্ষা করে রাতের আঁধারে অবৈধভাবে ঘর উত্তোলন

প্রথম পাতা » দুলার হাট » চরফ্যাসন আহাম্মদপুরে আদালতের রায় উপেক্ষা করে রাতের আঁধারে অবৈধভাবে ঘর উত্তোলন
রবিবার, ৪ এপ্রিল ২০২১



নিজস্ব প্রতিনিধি।।ভোলাবাণী।।

চরফ্যাসনের দুলারহাটে আদালতের রায় উপেক্ষা করে অবৈধভাবে ঘর উত্তোলন অভিযোগ উঠেছে মনির নামের এক ভূমিদস্যুর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতের আঁধারে দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা ইকবালের জমিতে এ ঘর উত্তোলন করেন। অভিযুক্ত মনির নুরাবাদ ইউনিয়ন ৩নং ওয়ার্ডের বাসিন্দা।

চরফ্যাসন আহাম্মদপুরে আদালতের রায় উপেক্ষা করে রাতের আঁধারে অবৈধভাবে ঘর উত্তোলন

এব্যপারে ভুক্তভোগী ইকবাল ১২ জনকে আসামী করে শনিবার (৩ এপ্রিল) বেলা ১১টায় দুলারহাট থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আসামীরা হলেন, মনির, ইয়াসিন, রিয়াজ, আঃ রহিম, শিমা, লিমা, কুলছুম, নুরজাহান, শামসুন্নাহার, আকলিমা ও সামিরা।
ভুক্তভোগী ইকবাল জানান, ইকবাল তার বাবার কাছ থেকে ১০ বছর পূর্বে ১.১৮শতাংশ সম্পত্তি ক্রয় করেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি ওই বাড়িতে বসবাস না করার সুযোগে মনির গং রাতের আঁধারে ঘর উত্তোলন করেন। তবে এই জমি নিয়ে তিন-তিনবার ইকবালের পক্ষে আদালত রায় দেন। এছাড়াও ওই পরিবারটিকে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ১০:৪২:০৮   ৭৬ বার পঠিত  |