মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১

তজুমদ্দিনে কোষ্টগার্ডের অভিযানে ১০ লাখ টাকার বেহুন্দি জাল আটক

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে কোষ্টগার্ডের অভিযানে ১০ লাখ টাকার বেহুন্দি জাল আটক
মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১



হেলাল উদ্দিন লিটন।।ভোলাবাণী।।তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিনের মেঘনায় কোষ্টগার্ড অভিযানে প্রচুর অবৈধ বেহুন্দি জাল আটক করা হয়েছে। আটককৃত জাল শশীগঞ্জ স্লুইজঘাট এলাকায় এনে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।

ছবি ক্যাপশন ঃ তজুমদ্দিন আটক অবৈধ জাল আগুনে পুড়ে ধ্বংস করা হচ্ছে।

সুত্রে জানা যায়, মার্চ-এপ্রিল ২ মাস মেঘনায় সকল প্রকার মাছ ধরার উপর সরকারের নিষেধাজ্ঞা নিয়মিত টহলের অংশ হিসেবে সোববার (২৯ মার্চ) দিনভর মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন কোষ্টগার্ডের একটি টিম।এসময় কলাতলী ও চরমোজাম্মেল সংলগ্ন মেঘনা থেকে ২০টি অবৈধ বেহুন্দি জলে আটক করেন। আটক জালের বর্তমান বাজার মূল্য প্রায় ১০ টাকা বলে জানা গেছে। পরে অবৈধ বেহুন্দি জাল শশীগঞ্জ স্লুইজঘাটে এনে বিকালে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. আসাদ, মৎস্য অফিসের ক্ষেত্র-সহকারী নেছার উদ্দিন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, সাংবাদিক রুবেল চক্রবর্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১:০৫:২১   ৭৮ বার পঠিত  |