শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১

আগামীকাল চরফ্যাসন পৌরসভা নির্বাচন

প্রথম পাতা » চরফ্যাশন » আগামীকাল চরফ্যাসন পৌরসভা নির্বাচন
শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১



নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃপঞ্চম ধাপে আগামীকাল ২৮ফেব্রুয়ারী চরফ্যাসন পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  প্রতীক বরাদ্দের পর থেকে মেয়র ও কাউন্সিলর পদ প্রার্থীরা তাদের প্রচারণার মধ্য দিয়ে পৌর ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়েছেন। আজ ২৭ফেব্রুয়ারী বিধিমালা অনুযায়ী নির্বাচনের একদিন পূর্বে এ প্রচারণা শেষ হয়েছে। আগামীকাল ২৮ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৌরসভার ১৭টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দ্বারা ভোট গ্রহণ করা হবে।

------

এবারের চরফ্যাসন পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন ও  কাউন্সিলর পদে ৪৩ জন

প্রার্থী বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয় পৌর বাসিন্দারা বলেন, হাড্ডাহাড্ডি লড়াই হবে এবারের পৌরসভা নির্বাচনে। ৯টি ওয়ার্ডের মধ্যে ৬ ও ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর  ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর পদে নির্বাচিত হলেও অন্যান্য ওয়ার্ডে প্রার্থীরা ভোটের মাঠ গোছানোয় ব্যস্ত সময় পার করেছেন।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, চরফ্যাসন পৌরসভায় একটি উৎসব মুখোর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভার ১৭টি কেন্দ্রের নির্বাচনী সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। নিরাপত্তায় ইতিমধ্যেই পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও আনসার বাহিনী মোতায়েন শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১৬:৩৮   ৬০ বার পঠিত  |