মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১

মনপুরায় গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘর বুঝিয়ে দিলেন জেলা প্রশাসক

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘর বুঝিয়ে দিলেন জেলা প্রশাসক
মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১



মোঃ ছালাহউদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় গৃহহীন ও ভূমিহীনদের মাঝে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার আধা-পাকা ঘর ও ঘরের দুই শতাংশ জমির দলিল বুঝিয়ে দিলেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক।

মনপুরায় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনদের ঘর বুঝিয়ে দিচ্ছেন জেলা প্রশাসক।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের নতুন নির্মিত ১৭ টি ঘর ও জমির দলিল বুঝিয়ে দেন জেলা প্রশাসক। পরে জেলা প্রশাসক হতদরিদ্র গৃহহীন ও ভূমিহীন সাথে কথা বলেন ও নতুন নির্মিত ঘরের কাজ পরিদর্শন করেন।জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগের কারনে দেশে কেউ ভূমিহীন ও গৃহহীন থাকবেনা। যারা এখন ঘর পায়নি তাদেরও ঘর দেওয়া হবে।

এই সময় ঘর পাওয়া ভূমিহীন ও গৃহহীন জাহানারা বেগম জেলা প্রশাসক পেয়ে আনন্দে কেঁদে ফেলেন। পরে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, ওসি শাখাওয়াত হোসেন, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ভারপ্রাপÍ চেয়ারম্যান সিরাজ কাজী সহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৯:২০:২৬   ৭১ বার পঠিত  |