সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১

টিকা নিলেও মাস্ক পরার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রথম পাতা » জাতীয় » টিকা নিলেও মাস্ক পরার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১



ভোলাবাণী ডেস্ক।।

---

করোনাভাইরাসের টিকা নিয়ে নিলেও সবাইকে মাস্ক পরার নিদের্শনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
সারাদেশে চলছে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি। দ্বিতীয় দিনের মতো সাধারন মানুষের সঙ্গে সঙ্গে টিকা নিয়েছেন রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। শুরুর দিন রোববার টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, যারা টিকা নিয়েছেন তাদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাস্ক ব্যবহার এবং হাত ধোয়া অব্যাহত রাখতে বলেছেন।
তিনি বলেন, টিকা নিয়ে প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, এটা আজকে থেকেই কার্যকর হয়েছে। এখন সাধারণ নাগরিক শ্রেণিতে ন্যূনতম বয়সের সীমা ৫৫ বছর থেকে কমিয়ে ৪০ বছর করা হচ্ছে, যা সোমবার থেকেই কার্যকর হবে বলে তিনি জানান।
টিকা নিতে যারা ওয়েবসাইটে নিবন্ধন করতে পারেননি তারা তাদের এনআইডি নিয়ে টিকাকেন্দ্রে গেলে সেখানেও নিবন্ধনের ব্যবস্থা করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

বাংলাদেশ সময়: ১৭:২২:৫৯   ৯৪ বার পঠিত  |