ঘি খাওয়ার যতো গুণ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘি খাওয়ার যতো গুণ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০



ভোলাবাণী লাইফস্টাইলঃরান্নার স্বাদ বাড়াতে ঘিয়ের জুড়ি নেই। তবে শুধু স্বাদই নয়, শরীরের জন্যও অনেক উপকারি এই ঘি। বিশেষ করে সকালে খালি পেটে গরম পানির সঙ্গে মিশিয়ে ঘি খেলে নানা উপকার পাওয়া যায়। খালি পেটে ঘি ও গরম পানি একসঙ্গে খাওয়ার অভ্যাস করলে শরীরের নানাবিধ রোগ দূর হয় বলে জানান আয়ুর্বেদ চিকিৎসকরা।

রান্নার স্বাদ বাড়াতে ঘিয়ের জুড়ি নেই। তবে শুধু স্বাদই নয়, শরীরের জন্যও অনেক উপকারি এই ঘি।

ঘির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা শরীরের নানা রকম রোগের প্রকোপ থেকে রক্ষা করে। তবে সকালে উঠে ঘি খাওয়ার পর ৩০ মিনিট আর কিছু খাওয়া যাবে না। ঘি নিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে নিউজ এইট্টিন।ঘিয়ের মধ্যে স্বাভাবিক অ্যামাইনো এসিড রয়েছে। যা পেটের অস্বাভাবিক চর্বি কমাতে সাহায্য করে। এছাড়াও ওমেগা থ্রি, ওমেগা ফ্যাটি এসিড দেহের অপ্রয়োজনীয় ফ্যাট কমায়। এতে ব্যাট কোলেস্টেরল কমবে এবং শরীর সুস্থ হবে। তাই যারা ওজন কমাতে চান তারা খালি পেটে ঘি খেলে অনেক উপকার পেতে পারেন।

খালি পেটে ঘি খেলে মস্তিষ্কের কাজ অনেক বেড়ে যায়। ফ্যাট মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ সঠিক ভাবে করতে সাহায়তা করে থাকে। আর ফ্যাটের সবচেয়ে ভাল উৎস হলো ঘি। এছাড়া ঘিতে থাকা নানা রকম প্রোটিন মস্তিষ্কের প্রোটিনের অভাব পূরণ করে। ফলে মস্তিষ্ক আরো ভালোভাবে কাজ করতে পারে। এছাড়াও স্মরণশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে ঘি।

শরীরে অস্টিওপোরোসিসের মতো রোগ দূর করতেও সাহায্য করে ঘি। একটি লিকুইড বিভিন্ন হাড়ের জয়েন্টে স্বাভাবিক লুব্রিকেন্ট হিসেবে কাজ করে থাকে। তাই খালি পেটে ঘি খেলে এই লুব্রিকেন্ট তৈরি হয়। এর ফলে হাড়ের জয়েন্টের নানারকম সমস্যা দূর হয়। এছাড়াও অত্যাধিক পরিমাণ বাড়তে থাকা ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণ করতেও সহায়ক ঘি।

এদিকে শরীরে রক্ত সঞ্চালনে বিশেষ কাজ করে ঘি। তাই সকালে খালি পেটে ঘি খাওয়ার অভ্যাস করলে শরীরে সারাদিন রক্তসঞ্চালনে বিশেষ সুবিধা হবে। এছাড়াও শরীরের বিভিন্ন কোষে ফ্রিরেডিকেল কমাতে সাহায্য করে ঘি।

বাংলাদেশ সময়: ২৩:২৬:৫৬   ২০১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি

আর্কাইভ