মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭

ডোনাল্ড ট্রাম্প তার সরকারি বেতন দান করে দেবেন

প্রথম পাতা » বিশ্ব-ভূবন » ডোনাল্ড ট্রাম্প তার সরকারি বেতন দান করে দেবেন
মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭



---

ভোলাবাণী : প্রেসিডেন্ট হিসেবে সরকারিভাবে যে বেতন পান তা দান করে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সরকারি বেতন দান করে দেবার পরিকল্পনা করছেন। খবর বিবিসির।

প্রেস সচিব শন স্পাইসার জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট তার বেতন দান করে দেবেন। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট হলে তার সরকারিভাবে পাওয়া চার লাখ ডলার বেতন হিসেবে তিনি নেবেন।

প্রেসিডেন্টের বেতন কোথায় দান করা হবে সে বিষয়টি এখনো ঠিক করা হয়নি। স্পাইসার সাংবাদিকদের বলেছেন, ট্রাম্প তার সরকারি বেতন কোথায় দান করবেন সে বিষয়ে সাংবাদিকদের পরামর্শ বা সাহায্য পেলে তিনি খুশি হবেন।

মার্কিন প্রেসিডেন্টের বার্ষিক বেতন চার লাখ ডলার। প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, আইন মেনে তাকে হয়তো এক ডলার নিতে হবে। কিন্তু তিনি পুরো বেতন নেবেন না।

বাংলাদেশ সময়: ১১:৩৭:০৮   ২৬৫ বার পঠিত  |