রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০

কর্তৃপক্ষ অনড়।। বার কাউন্সিলে লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বরই হচ্ছে।

প্রথম পাতা » প্রধান সংবাদ » কর্তৃপক্ষ অনড়।। বার কাউন্সিলে লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বরই হচ্ছে।
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০



ভোলাবাণী ডেক্সঃ আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারী (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ আইন শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৬ সেপ্টেম্বর হচ্ছেই। ওই দিন পরীক্ষা নেওয়ার প্রশ্নে অনড় বার কাউন্সিল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ  অনড়।। বার কাউন্সিলে লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বরই হচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় পরীক্ষার তারিখ ঠিক রাখার বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। যদিও একদল শিক্ষার্থী লিখিত পরীক্ষা ছাড়াই আইনজীবী হিসেবে বার কাউন্সিলের সনদের জন্য আন্দোলন করছে।২০১৭ ও ২০২০ সালে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১২৮৭৮ জন শিক্ষার্থী এই পরীক্ষায় বসতে পারবেন। এর মধ্যে ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৩৫৯০ জন শিক্ষার্থী রয়েছেন। আর ২০২০ সালে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৮৭৬৪ জন।

বাংলাদেশ সময়: ৮:৪১:৫৭   ১৩৩ বার পঠিত  |