শুক্রবার, ৮ মে ২০২০

ইলিশা ফেরিঘাটে রমরমা চাদাঁবাজি।।ভোগান্তিতে চালকরা।

প্রথম পাতা » প্রধান সংবাদ » ইলিশা ফেরিঘাটে রমরমা চাদাঁবাজি।।ভোগান্তিতে চালকরা।
শুক্রবার, ৮ মে ২০২০



মোঃকবির হোসেন।।ভোলা বাণী।।ভোলা ইলিশা ফেরি ঘাটে পণ্যবাহী গাড়ি,কাভারভ্যান সহ সকল প্রকার যানবাহী ট্রাক ফেরিতে উঠা নামায় সিরিয়ালের নামে চলছে চাদাঁবাজি ভোগান্তির স্বীকার হতে হচ্ছে রুটের চালকরা।

---

এই ঘাটে অনাকাঙ্খিতভাবে ঘটে যাওয়া শিশু হাসানের মৃত্যুর জন্য বি,আই,ডব্লিউ, টি, এ কে দায়ি করেন চালক ও স্থানিয়রা। চট্র মেট্রো ট -১১৯২১৮ এর চালক জাফর ও চট্রো মেট্রো জ -১১৩৩১২ এর চালক জামাল সহ আরো অনেকে জানান -“আমরা এ ঘাটে দুই দিকে প্রতারনার স্বীকার হচ্ছি। এক দিকে অতিরিক্ত ভাড়া, অপর দিকে স্ট্যান্ড দিয়ে উঠা নামায় বিঘ্নতা ঘটা। ফেরি থেকে উঠা নামার রাস্তাটি প্রতি মাসে সংস্কার করার কথা থাকলেও তা বছরে একবার ও করা হচ্চেনা।কেন ই সংস্কার করছেন না সংশ্লিস্ট প্রতিষ্ঠান বি,আই,ডব্লিউ,টি,এ অথবা বি,আই,ডব্লিউ,টি সি,তার উত্তর ও অজানা।চালকরা আরো জানান -“এখানে দুটি লোড,আনলোড ক্যারেন রয়েছে। যার একটি অতি পানি হলে ব্যাবহার হবে এবং অপরটি অল্প পানি হলে ব্যাবহার হবে কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান high water caren টিকে এখনও ব্যাবহার উপযোগী করেন নি বলে অতিরিক্ত পানির জন্য তারা ফেরি ঘাটে আসার পরেও দুই ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ করেন।
এ বিষয়ে বি,আই,ডব্লিউ, টি,সি এর ইনচার্জ জনাব কামরুজ্জামান কে মুঠোফোনে জিজ্ঞেসা করলে তিনি বলেন -“এটার দায়ভার বি,আই,ডব্লিউ,টি,এ এর।রোড মেরামত ও রোড সংস্করণের কাজ তাদের।

তবে আজ ৪ টার দিকে এম,ভি কুসুম কোলি ফেরি হতে একটি মালবাহী ট্রাক নামার সময় নষ্ট হয়ে যায়। যার ফলে প্রায় ২ ঘন্টা রাস্তা অবরুদ্ধ থাকে।রাস্তা মেরামতের অভাবে এ সমস্যা হয়েছে বলে চালকরা অভিযোগ করেন।

বাংলাদেশ সময়: ১৫:০৮:৩৮   ৩০৮ বার পঠিত  |