বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০

চরফ্যাসনে কোস্টগার্ডের অভিযানে তিন লাখ মিটার জালে আগুন

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাসনে কোস্টগার্ডের অভিযানে তিন লাখ মিটার জালে আগুন
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০



---মিজান নয়ন।।ভোলাবাণী।।চরফ্যাসন অফিস॥
চরফ্যাসনের চরক”ছপিয়া,খরচীরচর, চরকুকরী, চরজমিন, মনুরা, কালিরচর ও মেম্বারের চর এলাকার নদী সমুহে নিষিদ্ধ কারেন্ট জাল ফেলে ঝাটকা শিকারের সময় আটক তিন লাখ মিটার জাল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে চরক”ছপিয়া কোস্টগার্ড। বৃহস্পতিবার রাতেই চরক”ছপিয়া কোস্টগার্ড অফিস সংলগ্ন স্থানে এনে এসব জাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এসময় জব্দকৃত প্রায় ৫মন ঝাটকা স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানাগেছে। কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর পারভেজ জানান, তার নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে নিষিদ্ধ জাল এবং ঝাটকা জব্দ করেছে। পরে জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দকৃত মাছ স্থানীয় দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৫৬:৫৩   ১২৫ বার পঠিত  |