রবিবার, ৪ আগস্ট ২০১৯

তজুমদ্দিন শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিন শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন
রবিবার, ৪ আগস্ট ২০১৯



---তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রতি দুই বছর পর অনুষ্ঠিত হয় এ নির্বাচন। এ বছর মোট ভোটার সংখ্যা ৬১৭ জন।

ভোটাররা গোপন ভোটের মাধ্যমে ৪ জন পুরুষ অভিভাবক সদস্য নির্বাচিত করবেন। এ বছর ৪জন অভিভাবক সদস্যের বিপরীতে ১২ জন অভিভাবক নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীরা হলেন, মনির উদ্দিন (কলস), মোঃ আলমগীর মিয়া (তালা), মোঃ নিরব পন্ডিত (মোরগ), মোঃ ফজলুর রহমান পাটওয়ারী (মই), মোঃ নাসির উদ্দিন ভূইয়া (হারিকেন), মোঃ ইয়াছিন মিয়া (মাছ), মোঃ নজরুল ইসলাম নজীর (দোয়াত কলম), মহিউদ্দিন ভূট্রো ( আপেল), মোঃ নাছির উদ্দিন উজির (পানির কল), সুলতান মোঃ গিয়াস উদ্দিন দুলাল (বই), মোঃ নুরুন্নবী (চেয়ার) ও মোঃ আবদুল মালেক (আনারস)। এ ছাড়াও মহিলা অভিভাবক সদস্য পদে মিতু বেগম ও চাঁদ সুলতানা দুই জন মনোনয়ন ফরম জমা দিলেও চাঁদ সুলতানার মনোনয়ন ফরম বাতিল হওয়ায় মিতু বেগম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।

যারা অভিভাবকদের ভোটের নির্বাচিত হবেন তাদের ভোটে নির্বাচিত হবে ম্যানেজিং কমিটির সভাপতি।

নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শওকত আলী বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯:০৩:২৮   ১৬৭ বার পঠিত  |