বুধবার, ১৯ জুন ২০১৯

চরফ্যাশনে লেতরা খালের উপর ব্রিজ নির্মাণের দাবী

প্রথম পাতা » প্রধান সংবাদ » চরফ্যাশনে লেতরা খালের উপর ব্রিজ নির্মাণের দাবী
বুধবার, ১৯ জুন ২০১৯



চরফ্যাশন অফিস, ভোলা বানী ॥
চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার লেতরা খালের উপর একটি ব্রিজ নির্মাণের দাবী জানিয়েছেন এলাকাবাসী। গতকাল ভোলা জেলা প্রশাসকের কাছে দেয়া এক লিখিত আবেদনে তারা এই দাবী জানান। এলাকাবাসীর পক্ষে মো.আবুল কাশেম স্বাক্ষরিত লিখিত আবেদনে উল্লেখ করেন, শশীভূষণ থানার দক্ষিণ পাশে এওয়াজপুর গামী বটতলা সড়ক  এবং রসুলপুর থেকে আসা সড়কের মধ্যবর্তী লেতরা খালটি এওয়াজপুর এবং রসুলপুরের  জনসাধারনের যোগা যোগ বিচ্ছিন্ন করে রেখেছে। একারনে এওয়াজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড এবং রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জনসাধারনকে দীর্ঘ পথ ঘুরে শশী ভূষণ থানা সদরে যেতে হয়। এতে তাদের অর্থ এবং সময় নষ্ট হচ্ছে। এ সড়কে লেতরা খালটির উপর একটি ব্রিজ নির্মিত হলে জনসাধারন অল্প সময়ে শশীভূষণ থানা সদরে যেতে পারবে।
এলাকাবাসীরা জানান, এ সড়কে লেতরা খালটির উপর একটি ব্রিজ নির্মিত হলে একদিকে যেমন জনসাধারন অল্প সময়ে শশীভূষণ থানা সদরে যেতে পারবে অন্যদিকে দুই ইউনিয়নের জনসাধারনের যোগাযোগের সেতুবন্ধন তৈরী হবে। এজন্য তারা একটি ব্রিজ নির্মানের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বোতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ভোলা জেলা প্রশাসক মো.মাসুদ আলম সিদ্দিক জানান, আবেদন পেয়েছি। এ ব্যাপারে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ৯:৫৮:০০   ৪০৬ বার পঠিত  |