শুক্রবার, ১৪ জুন ২০১৯

মনপুরা কোস্টগার্ড অভিযান চালিয়ে ১০ মন ছোট পাংগাশ মাছ আটক: মাদ্রাসা , এতিমখানা ও গরীবদের মাঝে বিতরন

প্রথম পাতা » মনপুরা » মনপুরা কোস্টগার্ড অভিযান চালিয়ে ১০ মন ছোট পাংগাশ মাছ আটক: মাদ্রাসা , এতিমখানা ও গরীবদের মাঝে বিতরন
শুক্রবার, ১৪ জুন ২০১৯



মনপুরা কোষ্টগার্ড অভিযান চালিয়ে ১০ মন পাংগাস মাছ আটক ও বিনামূল্যে মাদ্রাসা ,এতিমখানা ও গরীবদের মাঝে বিতরন।মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা)সংবাদদাতা ॥

মনপুরা কোস্টগার্ড অভিযান চালিয়ে বুধবার বিকাল ৩টায় ১নং মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য আড়ৎ থেকে ১০ মন ছোট পাংগাশ আটক করে। পরে কোস্টগার্ড আটককৃত সকল মাছ হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামে এনে উপজেলার বিভিন্ন মাদ্রাসা,এতিম খানা ও গরীব অসহায় মানুষের মাঝে বিতরন করেন।

প্রায় প্রতিদিন কিছু জেলে মেঘনার বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে ছায় বসিয়ে ছোট ছোট পাংগাশ মাছ ধরে আড়তে (গধিঘরে) বিক্রি করে। আর এসব ছোট পাংগাশ মাছ আড়তদারেরা ঢাকা পাঠিয়ে দেয়। এভাবে প্রতিদিন ধ্বংশ করা হচ্ছে ছোট ছোট বিপুল পরিমান পাংগাশ মাছের পোনা।

এব্যাপারে মনপুরা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মোঃ সানোয়ার হোসেন জানান,আমরা মেঘনায় নিয়মিত অভিযান পরিচালনা করি। রুটিন মাফিক আজকে এই অভিযান ছিল। অভিযান চালিয়ে রামনেওয়াজ মৎস্য ঘাট থেকে ছোট পাংগাশ মাছ আটক করা হয়েছে। মেঘনা থেকে ২টি ট্রলারসহ প্রায় ৫০মন ছোট পাংগাশ মাছ আটক করি। আটককৃত সকল মাছ জনগনের সামনে এনে মাদ্রাসা,এতিমখানা ও গরীবদের মাঝে বিতরন করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১:২০:৫৬   ২২৩ বার পঠিত  |