সোমবার, ৩ জুন ২০১৯

শশীভূষনে ইউপি সদস্যের বসত ঘর থেকে ৪২ বস্তা সরকারি চাল উদ্ধার থানায় মামলা

প্রথম পাতা » প্রধান সংবাদ » শশীভূষনে ইউপি সদস্যের বসত ঘর থেকে ৪২ বস্তা সরকারি চাল উদ্ধার থানায় মামলা
সোমবার, ৩ জুন ২০১৯



---

মিজান নয়ন,চরফ্যাশন অফিস,ভোলা বানী॥
চরফ্যাশন উপজেলার চরকলমী ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল জলিল ফরাজির বসত ঘর থেকে দরিদ্র ও দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ-ভিজিডি কর্মসূচীর ৪২বস্তা (১২শ ৬৮কেজি)সরকারি চাল গতকাল রবিবার উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিন। এসময় ভিজিডি চালের ৯০টি এবং ভিজিএফ চালের ৩০টি খালি বস্তাও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চাল এবং খালি বস্তা থানা হেফাজতে আছে। এঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস বাদী হয়ে ইউপি সদস্য আব্দুল জলিল ফরাজিকে আসামী করে প্রতারণা এবং সরকারি চাল আত্মসাতের অভিযোগে গতকালই শশীভূষণ থানায় মামলা দায়ের করেছেন। থানার ওসি মো.মনিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিন জানান, ইউপি সদস্য আব্দুল জলিল ফরাজি দরিদ্র ও দুস্থদের মাঝে নাম মাত্র চাল বিতরণ করে বেশির ভাগ চাল নিয়ে তার বসত ঘরে মজুদ রেখেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি আশিষ কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস অভিযান চালিয়ে শশীভূষণ থানা পুলিশের সহায়তায় এচাল উদ্ধার করেন। এসময় ইউপি সদস্য আব্দুল জলিল ফরাজিকে বাড়িতে পাওয়া যায়নি।
ইউপি সদস্য আব্দুল জলিল ফরাজি গাঢাকা দেওয়ায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।
শশীভূষণ থানার ওসি মো.মনিরুল ইসলাম জানান, আসামী গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ০:৫৬:১৩   ১৩০০ বার পঠিত  |