মেহেদী হাসান মামুন।ভোলাবাণী।। দৈনিক মানবজমিন ও ৭১ টেলিভিশনের জামালপুর জেলার বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম এর হত্যার প্রতিবাদে ও এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ভোলার তজুমদ্দিন উপজেলা মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

সোমবার (১৯ জুন) সকাল ১১টায় তজুমদ্দিন উপজেলা গেটের সামনে তজুমদ্দিন সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে চলাকালে বক্তব্য দেন তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম সাদি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম রেজা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম সহ আরো অনেকে।
বক্তারা, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৬:১৭:১৯ ২৯ বার পঠিত |