স্মার্টফোন হারালে ভরসা ওসি মুরাদ তজুমদ্দিনে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে ১৫ ফোন উদ্ধার।

প্রথম পাতা » তজুমদ্দিন » স্মার্টফোন হারালে ভরসা ওসি মুরাদ তজুমদ্দিনে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে ১৫ ফোন উদ্ধার।
রবিবার, ২৮ মে ২০২৩



মেহেদী হাসান মামুন।।ভোলাবাণী।।

ভোলার তজুমদ্দিনে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া ১৫টি স্মার্টফোন ও বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়া ৫৩ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে তজুমদ্দিন থানা পুলিশ।

স্মার্টফোন হারালে ভরসা ওসি মুরাদ।।স্মার্ট ফোন হস্তান্তর করা হচ্ছে।ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর দিক-নির্দেশনায় তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদের নেতৃত্বে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে তজুমদ্দিন থানা পুলিশ কর্তৃক ০১মে থেকে ২৩মে পর্যন্ত বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও বিকাশ প্রতারিত হওয়া ভোলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় উদ্ধার করা হয়।

স্মাটফোন মালিকদের কাছে হস্তান্তরের সময় কয়েকজন জানান, কখনও ভাবিনি ফোনটি ফিরে পাবো। হঠাৎ করে থানায় ডেকে নিয়ে ফোন হাতে তুলে দেয়ায় অনেকটা অবাক হয়েছি। কেননা কখনো আমরা ভাবিনি স্মার্টফোন উদ্ধার হবে। তবে এই ভেবে জিডি করি যাতে আমার হারিয়ে যাওয়া ফোন দিয়ে কেউ কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করলে যাতে সেই দায়ভার আমাদের ওপর না পরে।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন,মোবাইল ফোন এখন মানুষের জীবনের অত্যাবশ্যকীয় একই সঙ্গে একটি মূল্যবান এবং শখের বস্তু হয়ে দাঁড়িয়েছে। তাই স্বাভাবিকভাবেই একটি ফোন চুরি বা হারিয়ে গেলে এর মালিক ক্ষতিগ্রস্ত হন। দায়িত্ববোধ থেকেই খুব গুরুত্বের সঙ্গে উদ্ধারে তৎপরতা চালাই।

এ সময় ফোনের প্রকৃত মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা ভোলা জেলার পুলিশ সুপার ও তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ কে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ৭:০০:৫০   ৮৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে গণহত্যা দিবস পালিত ॥
তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ॥
তজুমদ্দিনে সরকারি চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন
তজমদ্দিনে পল্লীসেবার আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ॥
তজুমদ্দিনে সরকারি ২৪ বস্তা চাল উদ্ধার ॥ তদন্ত কমিটি গঠন
তজুমদ্দিনে যুব উৎসব পালিত ॥
জনবল সংকটে তজুমদ্দিনে বেহাল প্রাথমিক শিক্ষা ॥
তজুমদ্দিনে কেক কাটা, র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এশিয়ান টিভির ১১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ।
তজুমদ্দিনে জাতীয় সমবায় দিবস পালিত
মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে ম্যানগ্রোভ বন, সংরক্ষণের দাবী সচেতন মহলের

আর্কাইভ