ভোলায় আইনকানুনের তোয়াক্কা না করে বাল্য বিবাহ পড়াইলেন কাজি।।

প্রথম পাতা » এক্সক্লুসিভ » ভোলায় আইনকানুনের তোয়াক্কা না করে বাল্য বিবাহ পড়াইলেন কাজি।।
রবিবার, ২৮ মে ২০২৩



স্টাফ রিপোর্টার।। ভোলাবাণী।।

এসএসসি পরীক্ষার্থী দুই শিক্ষার্থীর বাল্যবিয়ে পড়ালেন ভোলা সদরের কাচিয়া ইউনিয়নের কাজী ইকবাল হোসেন। পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী হৃদয়ের সাথে একই ক্লাসের পরীক্ষার্থী কানিশা এর প্রেমের সম্পর্ক ছিলো। এই দুই শিশু তাদের অভিভাবকে না জানিয়ে ইকবাল কাজীর অফিসে গেলে কাজীর সহকারী মোঃ নিরব কোন আইনকানুনের তোয়াক্কা না করে এই বিয়ে পড়িয়েছেন বলে হৃদয়ের পিতা সিরাজ মিয়া জানিয়েছেন।

ভোলায় আইনকানুনের তোয়াক্কা না করে বাল্য বিবাহ পড়াইলেন কাজি।।এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কিছুদিন আগে এই বিয়ের ঘটনা ঘটলেও অতি সম্প্রত্তি বিষয়টি প্রকাশে আসে। অবুঝ এই দুই শিশুর বিয়ে মেনে নেয়নি তাদের অভিভাবকরা। এ ব্যাপারে কাজীর উপর চাপ সৃষ্টি করলে তিনি কৌশলে গতকাল ওই মেয়েকে দিয়ে আবার ওই ছেলেকে তালাক দেওয়ান।

স্থানীয়রা জানান, কাচিয়া ইউনিয়নের কাজী ইকবাল হোসেন ইতিপূর্বে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে জেল খাটলেও তিনি কোন পরিবর্তন হননি। বরং নিরব ও কামাল নামের দুইজন সহকারী রেখে নিয়মিত বাল্যবিবাহ পড়িয়ে যাচ্ছেন। এই অবৈধ কাজ করার জন্য তিনি নিজ অফিসের বাইরে চরনোয়াবাদ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে সেখানে এই শিশুদের বিয়ে পড়িয়ে তাদের বাসরঘরের ব্যবস্থাও করেন বলে জানিয়েছেন বাল্যবিয়ের শিকার কানিজা আত্মীয় জাকির হোসেন।

বাল্যবিয়ে পড়িয়ে শিশুদের ভবিষ্যৎ নষ্টকারী ও সরকারের আইন অমান্যকারী এই ইকবাল কাজীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন ভুক্তভোগীরা।

এ ব্যাপারে অভিযুক্ত কাজী ইকবাল হোসেন দুই এসএসসি পরীক্ষার্থীর বিয়ে পড়ানোর কথা স্বীকার করে বলেন, আমি জন্মনিবন্ধন কার্ড দেখে তাদের বিয়ে পড়িয়েছি। আমি কোন বাল্যবিয়ে পড়াই না।

বাংলাদেশ সময়: ৬:৪৩:৪০   ৮২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


ভোলাবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আকতার হোসেন
ভোলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর
ভোলাবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান শাহিন
অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান ভোলাবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মজনু মোল্লা
চরফ্যাশন মনপুরাবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এমপি জ্যাকব ॥
ভোলায় ৩ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মুখে হাসি ফুটালো বিবা’র মানবতার দেয়াল
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
ভোলার বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না বেশীরভাগ পন্য
বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ
ভোলায় রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন

আর্কাইভ