তজুমদ্দিনে প্রায় ১১”শ কোটি টাকার প্রকল্প শুভ উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

প্রথম পাতা » এক্সক্লুসিভ » তজুমদ্দিনে প্রায় ১১”শ কোটি টাকার প্রকল্প শুভ উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম
বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩



 

 

 

 

মেহেদী হাসান মামুন।ভোলাবাণী।।

ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার উপকূলীয় বাঁধ পূর্ণবাসন নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও তীর সংরক্ষণ (১ম পর্যায়ে) শীর্ষক প্রকল্প শুভ উদ্বোধন করা হয়েছে।

 

 

তজুমদ্দিনে জনসভায় বক্তৃতা করছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের আনন্দ বাজার বেড়ীবাঁধে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে শুভ উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

 

উদ্বোধন শেষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে শশীগঞ্জ বাজারে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি বলেন,শেখ হাসিনার সরকার বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সরকার। এই সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে তা ইতিহাসযোগ্য। এর আগে কোনো সরকার এত উন্নয়নমূলক কাজ করতে পারেনি।

 

এসময় ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, শেখ হাসিনা সরকারের আমলে এখন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামণ্ডগঞ্জে পাকা রাস্তাঘাট, সেতু- কালভার্টসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমান সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। লালমোহন ও তজুমদ্দিনের জনগণের দীর্ঘদিনের স্বপ্ন মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১শ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন,যা কাজ চলমান রয়েছে।

 

 

তজুমদ্দিনে জনসভায় বক্তৃতা করছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।

এসময় উপস্থিত ছিলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল আলম,পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা-পরিচালক মো. রমজান আলী প্রামানিক,উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

 

 

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৪৪   ৭১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


ভোলার বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না বেশীরভাগ পন্য
বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ
ভোলায় রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন
দাম অযৌক্তিক বলছেন বাজার সংশ্লিষ্টরাভোলায় ভরা মৌসুমেও কমেনি সবজির দাম: লাগামহীন দামে দিশেহারা ক্রেতা
ভোলায় শৈত্যপ্রবাহে হাঁড় কাঁপানো শীতে জনজীবন বিপন্ন
ভোলায় রাতের আঁধারে কম্বল হাতে মানুষের দ্বারে জেলা প্রশাসক
মনপুরায় বিষধর রাসেল ভাইপার উদ্ধার।।বনে অবমুক্ত
হোগলা পাতায় ভাগ্য বদলের সংগ্রাম শত নারী”র
ভোলায় ২দিন ব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন
কমে গেল আলুর দামভোলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে নামলো উপজেলা প্রশাসন।

আর্কাইভ