

রবিবার ● ২১ মে ২০২৩
প্রথম পাতা » তজুমদ্দিন » রাখাল সেজে তজুমদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে পুলিশ
রাখাল সেজে তজুমদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করেছে পুলিশ
মেহেদী হাসান মামুন।।ভোলাবাণী।।
ভোলার তজুমদ্দিনে রাখাল সেজে আব্দুর রহিম নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ মে সকাল বিচ্ছিন্ন দ্বীপ চর নাসরিন থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করেন।
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ এর তত্বাবধানে এসআই মোঃ রিসাদ হোসাইন কনস্টেবল যুগল চন্দ্র ও মামুনকে সাথে নিয়ে ছদ্মবেশে রাখাল সেজে ট্রলারযোগে সকাল ৭ টায় চর নাসরিন থেকে বন আইনে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে তজুমদ্দিন থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, আব্দুর রহিম গ্রেপ্তারের জন্য আগে থেকেই চেষ্টা করা হচ্ছে। অবশেষে তার অবস্থান নিশ্চিত হয়ে আমি পুলিশের একটি টিমকে আসামী গ্রেপ্তারের ছক তৈরি করে ছদ্মবেশে অভিযানে পাঠাই। কারন ওই এলাকায় পুলিশ যাওয়ার সাথে সাথেই আসামীরা খবর পেয়ে পালিয়ে যায়।
গ্রেপ্তার আব্দুর রহিম সোনাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জেবল বেপারীর ছেলে। তার বিরুদ্ধে বন আইনের ২৬(ক) ধারার(খ)(ঘ)(ঙ) অনুচ্ছেদ অনুযায়ী গ্রেফতারী পরোয়ানা মূলে ৬ (ছয়) মাসের সাজাপ্রাপ্ত আসামী।